স্টাফ রিপোটার : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের দিগর সহিলাটি গ্রামের মোঃ আব্দুল্লাহ ও তার ভাইয়ের বাড়ীতে হামলা, ভাংচুর ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর দীর্ঘদিনের জমি সংক্রান্ত জেরে তাজুল ইসলামের গং ও লেহাজ উদ্দিন/আব্দুল্লাহ গং দু'পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন তাজুল ইসলাম (৬০)। পরে ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আব্দুল্লাহ ও তার ভাইয়ের ফাঁকা বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোঃ আব্দুল্লাহ ও তার ভাইয়ের বাড়িতে হামলা, ভাংচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। হাফ বিল্ডিং বসত ঘর, হাফ বিল্ডিং শপিং সেন্টার ও টিনের বসত ঘরে যৌথভাবে হামলা ও ব্যাপক ভাংচুরের চিহ্ন রয়েছে।

হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ করে মোঃ আব্দুল্লাহ হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের জানান, আমার বসতঘরে লুট করা মালামাল যার মূল্য ১২ লক্ষ টাকা, বাড়িতে আমার স্ত্রীর একটি শপিং সেন্টার ছিলো মালামালের পরিমাণ ১০ লক্ষ টাকা, আমার ঘর থেকে অলঙ্কার লুট করে যার মূল্য ৩ লক্ষ টাকা, নগদ টাকা ছিলো ১ লক্ষ বিশ হাজার এবং আমার আনুমানিক ১৫ লক্ষ টাকার হাফ বিল্ডিং ঘর ও দরজা ভাঙচুর করেছে। এবং দরজা জানালা পর্যন্ত খোলে নিয়েছে। আমার ছোট ভাইয়ের ঘরের আসবাবপত্র সব লুটে নিয়েছে যার মূল্য ৩ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।