বারহাট্টা সংবাদদাতা : নেত্রকোনার বারহাট্টা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ কামরুল হাসান। তিনি গত ২৩ সেপ্টেম্বর নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি কিশোরগঞ্জের মিঠামইন থানায় তদন্ত অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় জন্ম ও বেড়ে ওঠেন। তিনি ১৯৯৩ সালে পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগদান করেন।
নবাগত ওসি জানান, বারহাট্টা থানাকে মাদক, চোরাচালান ও সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে যা করার প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ও চোরাচালানের সাথে কোন আপোষ নেই, মাদক ও চোরাচালান নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, বারহাট্টা থানার সদ্য বিদায় নেয়া ওসি রফিকুল ইসলামকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে বলে জানা যায়।