ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ পূর্ব পযর্ন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায় বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওই মানববন্ধন পালন করেন শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষক নেতারা দাবী করে বলেন, একটি মানবিক উন্নত আধুনিক ও সার্বজনিন শিক্ষা ব্যবস্থা গড়ার লক্ষ্যে শিক্ষকদের আধুনিককরণ। গ্রহণ যোগ্য ব্যবস্থার লক্ষ্যে শিক্ষকদের জাতীয়করণ প্রয়োজনীয়তা উল্লেখ করে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি শাহ নূরুল কবির শাহীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঞা মনি, এসেড কারিকরি ও বানিজ্যিক কলেজের অধ্যক্ষ শেখ মো: ইউসুফ লিটন।

আরো বক্তব্য রাখেন, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফারুক, রাজিবপুর আফতাব উদ্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক আকন্দ, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল সুলতান, দক্ষিণ সাটিয়ারী দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম, চরজিথর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম আহমেদ, চরনিখলা সহকারী শিক্ষক ওমর ফারুক, পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাধ্যামিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে স্মারকলিপি প্রদান করা হয়।