ধোবাউড়া প্রতিনিধি : ধোবাউড়ায় সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃঞ্চপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম। বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান খোকন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- যে বেতন দেওয়া হয় তা একজন দিনমজুরের চেয়েও কম। তাতে দিনে চারশো টাকা পরে, অথচ একজন শ্রমিক দিনে ৫০০ টাকা আয় করেন। সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আমরা একই কাজ করি, অথচ বেতনে অনেক বৈষম্য। একই দেশে আমরা বসবাস করি, একই কর্ম আমাদের তাহলে এত পার্থক্য কেন? এ বৈষম্য মেনে নেওয়া সম্ভব নয়। যদি সরকার দ্রুত আমাদের দাবি মেনে না নেন তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান তারা। তারা আরও জানান তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচী চলতে থাকবে।
মানববন্ধন শেষে, ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন এর নিকট একটি স্বারকলিপি প্রদান করেন ধোবাউড়া বেসরকারী কলেজ, স্কুল, মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।