কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন নবাগত পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়া থানায় বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দের স্থলাভিষিক্ত হোন তিনি।

চাকুরী জীবনে প্রথম যোগদান করেন নেত্রকোণা সদরে ২০০৫ সালে। ইনস্পেক্টর হিসেবে পদন্নোতি পান ২০১৬ সালে। তদন্ত পরিদর্শকের দায়িত্ব পালন করেন নেত্রকোণার পূর্বধলা। তিনি ২০১৯, ২০২০ ও ২০২১ সালে অফিসার ইনচার্জ ছিলেন নেত্রকোণার বারহাট্টায়। সর্বশেষ নেত্রকোণা সদরে পুলিশ পরিদর্শক (ডিআইও-১) হিসেবে কর্মরত ছিলেন।

তার জন্ম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কাজির বাহেরা গ্রামে। নবাগত মিজানুর রহমান আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। তাছাড়া মাদক, জুয়া ও চুরি-ডাকাতি প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করি।