গফরগাঁও সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে গিয়ে আবু আনাস (১৮) নামের এক তরুণ নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আবু আনাস চরআলগী ইউনিয়নের চর কামারিয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খেয়া পারাপারের সময় মানসিক প্রতিবন্ধী আবু আনাস নৌকায় ভারসাম্য রাখতে না পেয়ে নদে পড়ে যায়। এলাকাবাসী খোঁজাখুঁজি করে না পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসে খবর দেয়। দুপুরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

আবু আনাসের বাবা সাইদুল ইসলাম জানান, সকালে নৌকা পারাপারের সময় আবু আনাস ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ হয়। সে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। তবে নিজেই চলাফেরা করত।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, নিখোঁজ তরুণকে উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে বিকেলে ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করে।