স্টাফ রিপোর্টার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ৪৩ জন ডেঙ্গু রোগী।

যার মধ্যে ৩১ জন পুরুষ ও ১০জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী ।

অন্যদিকে, গত সাত দিনের হিসেবে দেখা যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ১১২ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বিপরীতে ১০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ এবং ডেঙ্গু ফোকাল পারসন ডা. মো: মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো: মহিউদ্দিন খান জানান, ডেঙ্গু রোগীদের সাধারণ মেডিসিন বিশেষজ্ঞরা চিকিৎসা দিয়ে থাকেন। সম্প্রতি ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় গত ১৭ সেপ্টেম্বর থেকে পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে। বর্তমানে ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে ওর্য়াডের সংখ্যা আরও বাড়ানো হবে।