কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের নিকলীতে জলমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের জন ২ থেকে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ছাতিরচর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, রাতে জলমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ছাতিরচর ইউনিয়নের আহ্বায়ক পরশ মাহমুদ গ্রুপ এবং যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের জন ২ থেকে ৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।