কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণে যশোদল বানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। তার দুই পা কাটা অবস্থায় রেললাইনে পড়ে থাকতে দেখা যায়।
কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে বৃদ্ধের কাটা পড়ার খবর শুনে আমরা বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করি। পুলিশ এসে পরিচয়হীন ওই বৃদ্ধকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের দুই পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। মাথায় চুল কম। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।