নেত্রকোণা সংবাদদাতা : পূজার কেনাকাটা করতে বড় ভাইয়ের কাছে টাকা চান কলেজছাত্রী বোন। ভাই টাকা দিতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বোন। তার নাম পূর্ণিমা সরকার (১৯)। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পূর্ণিমা উপজেলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের রূপণ সরকারের মেয়ে। তিনি পূর্বধলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ণিমা পূজা উপলক্ষে দুই দিন আগে তার বড় ভাইয়ের কাছে ৩ হাজার টাকা চেয়েছিলেন। এ নিয়ে পরিবারের সঙ্গে তার মান অভিমান চলছিল। বুধবার সকালে পূর্ণিমা প্রতিদিনের ন্যায় পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে চলে যান। কিছুক্ষণ পর ঘর থেকে কেমন যেন আওয়াজ শুনতে পান তার মা। পরে ঘরে গিয়ে দেখেন, আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে তার মেয়ে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে পূর্ণিমাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ নিহতের পরিবারের লোকজন বিনা ময়না তদন্তে মরদেহ নিতে চাচ্ছে। ইতোমধ্যে সমন্বয়কসহ নিহতের পরিবারের লোকজন জেলা প্রশাসকের কাছে গিয়েছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।