স্টাফ রিপোর্টার : সোস্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) ও পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পি এস টি সি) এর গোল্ড স্টার মেম্বারদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা২০২৪ কমিউনিটি মবিলাইজেশন প্রোগাম-এর আওতায় গত শনিবার ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোস্যাল মার্কেটিং কোম্পানীর ময়মনসিংহের সিনিয়র সেলস ম্যানেজার আবুল হায়াত মোঃ কামাল, ফিল্ড ইপ্লিমেন্টশন ম্যানেজার এনামুল হক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার লায়লা নুর নিশি, পিএসটিসির প্রজেক্ট ম্যানেজার কানিজ গোফরানী কোরায়শী এছাড়া উপস্থিত ছিলেন মোঃ খায়রুল বাসার (ঢাকা), মোঃ আবু নাসের (ময়মনসিংহ) তারিকুল ইসলাম (ঢাকা) , তানিম সাঈদ (ঢাকা), আবুল হাসনাত (ঢাকা) , ইউসুফ আলী (কিশোরগঞ্জ), শফিকুর রহমান (নরসিংদী) ও কোর্ডিনেটর মিজানুর রহমান (ঢাকা) এবং ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী জেলার ১০ উপজেলা থেকে ৩০৫ জন গোল্ড স্টার মেম্বার অংশ নেন।অনুষ্ঠান পরিচালনা করেন মিনুয়ারা মিনু।