কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাঁচ (৫) বছরের মেয়ে শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) শিশুটির মা অঞ্জনা আক্তার (৩৫) বাদী হয়ে জিএম কাদের (১৪)কে আসামি করে থানায় এ মামলা দায়ের করেন।
মামলা বিবরনের আরো জানা যায়, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামে আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় ইসলাম উদ্দিনের ছেলে জিএম কাদের (১৪) সাইদুলের (৪০) শিশু মেয়েকে কানামাছি খেলার কথা বলে গফুরের পুত্র উজ্জ্বলের হলুদ ক্ষেতে নিয়ে এ ধর্ষণ করে । অভিযুক্ত জিএম কাদের বাদী অঞ্জনা আক্তারের (৩৫) সম্পর্কে খালাতো দেবর।
অঞ্জনা আক্তার বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি করি।
কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু হয়েছে।আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।