গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গোবিন্দবাড়ি জিওর মন্দিরে দুর্গাপূজার প্রতীমা ভাংচুরের অভিযোগেএকজনকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম ইয়াসিন (২০)।

মন্দিরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী গোবিন্দ জানান, ভোর চারটার সময় ডলি রাণী দাস (৪৫) প্রকৃতির ডাকে সাড়াদিতে ঘর থেকে বের হলে প্রতীমা ভাঙার ঘটনাটি দেখতে পান। পরে তার চিৎকারে গোবিন্দ ছুটে আসেন। এসময় তাকে আটক করেন তিনি।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস জানান, প্রতিবছর দুর্গাপূজায় মধ্যবাজার পূজা মণ্ডপের জন্য প্রতীমা গড়া হয়। এবারও প্রতীমা গড়ার কাজ শেষ হয়েছে, শুকানোর জন্য প্রতীমাগুলো রাখা হয়েছে। মন্দিরটির চারপাশে সীমানা প্রাচীর রয়েছে ও গেইট রাতে বন্ধ থাকে। এ অবস্থায় রাতে ইয়াসিন নামে একজন এসে প্রতীমাগুলো ভেঙে ফেলেছে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রতন সরকার জানান, প্রতীমা ভাংচুরের ঘটনা এর পূর্বে গৌরীপুরে কখনোই ঘটেনি। আকষ্মিক এ ঘটনায় আমরা বিস্মিত। পূজায় সবার মনে এর প্রভাব পড়বে। আটককৃত ইয়াসিন অনেকটা প্রতিবন্ধির মতো। তাকে দিয়ে যে বা যারা প্রতীমা ভাঙিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।

জেলা পুলিশ সুপার আজিজুল ইসলামের ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, প্রতীমা ভাঙার সাথে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে, তার নাম ইয়াসিন, সে বুদ্ধি প্রতিবন্ধি। এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তাকে জিজ্ঞেসাবাদ ও তদন্তের পর জানা যাবে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ জানান, প্রতীমা ভাঙার ঘটনাটি অনাকাঙ্খিক্ষত ও দুঃখজনক। জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ, জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে গৌরীপুরে আইন-শৃঙ্খলা জোরদার করা হবে।