হালুয়াঘাট প্রতিনিধি : ‘কলম যুদ্ধে আমরা নির্ভীক’ এই  স্লোগান’কে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ৩ মাসের জন্য অন্তবর্তীকালীন ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২৪ শে সেপ্টেম্বর মঙ্গলবার প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ আহমদ শামসুল আলম পনির’র সভাপতিত্বে এক সভায় আগের সকল কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে সাধারন সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি খালেদ আহমদ শামসুল আলম পনির’কে আহবায়ক ও দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি জুলফিকার আলী জুলমত’কে সদস্য সচিব ও দৈনিক মানবজমিন ও আনন্দটিভি প্রতিনিধি ওমর ফারুক সুমন’কে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইদুর রহমান রাজু, এশিয়ান টিভি প্রতিনিধি এম.এ খালেক, দৈনিক আজকালের খবর প্রতিনিধি এম.এ মালেক, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি ওমর ফারুক আকাশ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আনছারুল হক রাসেল, দৈনিক দেশকাল প্রতিনিধি শেখ খালেদ উজ্জামান আউলিয়া ও সাপ্তাহিক পরিধি প্রতিনিধি লুৎফর রহমান সায়েম।