নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযথ মর্যাদায় উৎযাপন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্ধদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টম্বর) দুপুরে নকলা থানা পুলিশের আয়োজনে থানার সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
দূর্গাপূজার প্রস্তুতিমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নকলা উপজেলা শাখার আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর, সদস্য সচিব অশীষ কুমার সাহা প্রমুখ। এ সময় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকগণ উপস্থিত ছিলেন।
আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭ টি মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সভায় নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান।