মোহনগঞ্জ সংবাদদাতা : মোহনগঞ্জের পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মাসুমের পৌর শহরের টেংগাপাড়াস্থ বাসা ভাংচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে শনিবার (২৮ সেপ্টেম্বর) মামলা হয়েছে।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল ও যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী সহ ৩০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০/২০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মাসুম।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৮ জুলাই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-ছাত্রীদেরকে ধাওয়া ও মারপিট করে। সৈয়দ বাড়ি মোড় হতে পাংখা মামার মাজার পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী ধাওয়া পালটা ধাওয়া চলে। এক পর্যায়ে বিএনপি নেতা ফজলুল হক মাসুমের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা মারাত্মক অস্ত্র ব্যবহার করে বলে মামলায় উল্লেখ করা হয়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, শনিবার বিস্ফোরক আইনের মামলা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে ভাঙচুরের সত্যতা পেয়েছে। ওসি আরো জানান, আসামী গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামি গ্রেফতার করা হয়নি।