কেন্দুয়া প্রতিনিধি : নেএকোনা কেন্দুয়া উপজেলায় বেখৈরহাটি বাজারে গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে অগ্নিকান্ডে ১২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, শুক্রবার মধ্য রাতে একটি দোকান থেকে অগ্নিকান্ডের সুএপাত হয়। বাজার ব্যবসায়ীরা আগুন দেখতে পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিস কে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনার স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

পরে আগুনের ভয়াবহতা দেখে নেএকোনা ও মদন দমকল বাহিনীর সহযোগিতায় সাড়ে তিন ঘন্টা চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণে আসে।

পুড়ে যাওয়া একটি লাইব্রেরির দোকার মালিক রুপক কুমার অধিকারী বলে,ন ১২ টি দোকানের মালামাল ও দোকান পুড়ে ছাই হয়েছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।

কেন্দুয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, শুক্রবার রাত ৩:৫৫ মিনিট সময় আগুনের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে আগুনের ভায়াবহতা দেখে নেএকোনা ও মদন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সহ তিন ঘন্টা চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে কোন হোটেল থেকে আগুনের সুএপাত হতে পারে।

শনিবার নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও)অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার মুঠোফোনে জানান, অগ্নিকান্ডে ১২টি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকা ক্ষতি গ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক দোকানের মালিককে নগদ ৭ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকে দোকানের মালিককে টিন ও টাকা প্রদানের আশ্বাস দেওয়া হয়।