ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর ব্যানারে মাদক, ধর্ষণ, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মুখে বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর যুগ্ন সাধারণ সম্পাদক ক্বারী আঃ খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় আমীর মুফতি মুনির উদ্দিন।
এতে মুফতি মুনির উদ্দিন বলেন, মাদক, ধর্ষণ, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি দেশকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের আধিপত্য ও আগ্রাসন রুখে দেওয়ার কড়া সমালোচনা করে বলেন, ভারত আমাদের কখনো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হতে পারে না। সম্প্রতি তারা তিস্তা ব্যারেজের জলকপাট খুলে দিয়ে উত্তরাঞ্চল তলিয়ে দিয়েছে। এতেই পরিস্কার আমাদের প্রতি তাদের ভালোবাসা কেমন?।
প্রসঙ্গক্রমে মুফতী মুনির উদ্দিন বলেন, ভারতের বিতর্কিত পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তি এবং বিজেপি নেতা নিতেশ রানে কর্তৃক সমর্থন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা”িছ। সেই সাথে অর্ন্তবতী সরকারকে কুটনৈতিক ভাবে জঘন্যতম এ ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানান ও বর্তমান সরকার ইসলাম বিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত না হলে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ইসহাক আলীর পরিচালনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মুজাহিদুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, ইসলামী যুব তাবলীগের সহ সভাপতি হাফেজ মফিজুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান প্রমূখ। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ¯’ানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।