হালুয়াঘাট প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা চত্বরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে সহকারী শিক্ষকরা বক্তব্যে বলেন, ১০ম গ্রেড বাস্তবায়ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান অথচ বেতন গ্রেড ১৩তম।
মানববন্ধন শেষে উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য হালুয়ঘাট উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আবিদুর রহমান-এর মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন ।
এই সময় দীর্ঘ দিন ধরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জাতীয় বেতন স্কেলে বৈষম্যের শিকার বলে জানান উপজেলার ৯৭নং উত্তর কুতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ আলম।
তিনি দ্রুত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
স্মারক লিপি প্রদানকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মধ্যে কবিরুল ইসলাম, ফারহানা পপি, ওবায়দুর রহমান আকন্দ, আরিফ হাসান, নাবিলা নওশিন ঝিনুক, হামিদুর রহমান, নাজমুস সাকির সিদ্দিকী, পারভেজ তালুকদার, আবু ইসহাক, যুবরাজ রেজুয়ান, রাসেল আহম্মদ, সিরাজুস সালেহীন, মিজানুজ্জামান খান ইসমত জাহান সুখী, নূরে আলমসহ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন