কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকা বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।
কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের কেন্দুয়া সীমান্তবর্তী বেখৈরহাটি বাজারে গত শুক্রবার শেষ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ ১৩ ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন দুলাল।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বেখৈরহাটি বাজারে ছুটে যান। তারপর সেখানে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ সকলের সাথে কথা বলেন। পরে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় বিএনপি নেতা আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের সাথে ছিলেন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রিপন, হারুন অর রশিদ ভূইয়া, দলপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক দলপা ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুল হুদা বাচ্চু ও আক্তার জামিল সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফিন আহমেদ ভূঁইয়া ও উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান সাব্বিরসহ দলীয় নেতাকর্মীরা।