কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের বাজিতপুরে সাবেক এমপি আফজাল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের ১২৩ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

এ সময় অজ্ঞাত আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। শনিবার বাজিতপুর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির কর্মী মো. বিল্লাল মিয়া।

জানা যায়, ৪ আগস্ট দুপুরে জেলার বাজিতপুর বাজারের ফল মহল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলিবর্ষণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে কয়েকজনকে গুরুতর আহত হন। এ সময় বাদীর ভাই মৃত আব্দুল কুদ্দুসকে মিছিল থেকে ধরে নিয়ে আমিনুল হক সুপার মার্কেটের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মারধর ও শারীরিক নির্যাতন করে ফেলে যান আসামিরা। পরে তাকে উদ্ধার করে বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) বাজিতপুর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির কর্মী মো. বিল্লাল মিয়া।