মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোণার মোহনগঞ্জ থানায় গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের দীর্ঘ ৫৫ দিন পেরিয়ে গেলেও রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত কোন মামলা হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আনন্দ মিছিলের নামে দুস্কৃতিকারীরা মোহনগঞ্জ থানায় হামলা চালায়। ওই হামলায় থানার পুলিশরা পিছনের দেওয়াল টপকিয়ে নিজেদের আত্মরক্ষা করে। থানায় থাকা ২টি জীপ গাড়ি ও ১১টি মোটর সাইকেল ওই দুস্কৃতিরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একইসঙ্গে আসবাবপত্র ভাংচুর করে। থানায় থাকা ২টি জীপ গাড়ির মধ্যে একটি মোহনগঞ্জ থানার অপরটি বারহাট্টা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারের।

মোহনগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম মামলা বিষয়ে জানান, থানা ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়ে মামলার নির্দেশনা এখনও আসেনি। নির্দেশনা আসলে মামলা করা হবে।