কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের শনিবার বিকালে বেখৈরহাটী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ব্যবসায়ীদের খোঁজ খবর নেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত দোকানিদের সার্বিক খোঁজ খবর নেন এবং পাশাপাশি বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন।
এসময় সাথে ছিলেন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার,সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খানসহ অসংখ্য নেতাকর্মী।