ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি সম্প্রসারঅধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ ড. নাছরনি আক্তার বানু।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপা রানী চৌহান, উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, বিএনপি নেতা আতিকুর রাজ্জাক ভূঞা হীরা প্রমুখ।