অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সহিংসতার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের বিভিন্ন থানায় ১ হাজার ৪৭৪টি মামলা দায়ের হয়েছে। এতে এজাহারভুক্ত আসামি করা হয়েছে ৯২ হাজার ৪৮৬ জনকে।
এসব মামলায় এযাবৎ গ্রেপ্তার করা হয়েছেন ৭৭৯ জন। এর মধ্যে এজাহারভুক্ত ৫৩৩ জন, সন্দেহভাজন ২৪৬ জন এবং হাইপ্রোফাইলের ব্যক্তি ৫৯ জন।
এদিকে একই সময়ে পুলিশের সঙ্গে অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানায় দায়ের হয়েছে ৩০০টি মামলা। মামলায় ৪৪৯ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।। ইতিমধ্যে এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬ জন পুলিশ সদস্য।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দামপাড়ায় নগর পুলিশের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সারা দেশে থানায় দায়ের হওয়া মামলার এই পরিসংখ্যান তুলে ধরেন আইজিপি মো. ময়নুল ইসলাম।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পূর্বাপর সময়ে ৪৪ জন পুলিশ শহীদ হয়েছেন বলে উল্লেখ করে আইজিপি বলেন, ‘এ সময় আহত হয়েছেন ২৫০০। আমাদের কাজ মানুষকে সেবা দেওয়া। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব থাকবে না। কাজের মাধ্যমে সেটাকে এগিয়ে নেব। প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি ঘটনায় নিহত ও আহতদের বিচার তদন্ত হবে। এ নিয়ে জাতিসংঘ কাজ করছে।’