সংবাদদাতা : কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পে কর্মরত সার্জেন্ট তরিকুল ইসলামের ছেলে মো. তানভিরুল ইসলাম ফাহিম (১৪) পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। সে কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে র্যাব ক্যাম্পের ভেতরের পুকুরে গোসল করতে যায় দুই সহোদর। পুকুরে থাকা একটি অকেজো স্পিডবোটে খেলতে থাকার একপর্যায়ে বড় ভাই ফাহিম পানিতে পড়ে আর উঠতে পারেনি। ছোট ভাই তৌফিক (১৩) মনে করেছিল তার ভাই গোসল শেষ করে বাসায় চলে গেছে। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরের তলদেশ থেকে উদ্ধার করা হয়।
পরে জরুরি ভিত্তিতে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।