ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি শিক্ষকবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত ওই মানববন্ধনে সহকারি শিক্ষক নূরুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি শাহ নূরুল কবির শাহিন, শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টু, প্রধান শিক্ষক আইমনুল ইসলাম, বিলকিস পারভিন, সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক আনোয়ারুল হক খোকা, কাজী আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম খান, আল আমীন, সৈকত ইকবাল, মুর্শিদুল আলম, ওয়ালী উল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা দুইশ টাকা টিপিন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিদা অত্যান্ত হতাশাজনক বলে দাবী করেন। একজন গ্রেজুয়েট শিক্ষকের হয়ে পেশায় আসেন, অতচ তাদের মূল্যায়ন হয় তৃতীয় শ্রেণির ন্যায়। এই বৈষম্য নিয়ে একটি জাতি চলতে পারে না। তাই তাদেকে অতি দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানিয়ে মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।