হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে ইসলামী ব্যাংক পিএলসি ধারা বাজার এজেন্ট শাখার আয়োজনে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ব্যাংক কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি ফুলপুর শাখার ব্যবস্থাপক হাম্মাদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, হালুুয়াঘাট উলামা কল্যাণ পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাস্টার, সেক্রেটারি মোখলেসুর রহমান মাস্টার, ইসলাম ট্রেডার্স এর পরিচালক আজহারুল ইসলাম প্রমূখ।

এ সময় ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিচালিত ব্যাংকটিতে সকলকে বিনিয়োগ করার আহবান জানান বক্তারা।