স্টাফ রিপোর্টার : সিরাক-বাংলাদেশ SAAF/International Planned Parenthood Fedaration এর সহযোগীতায় নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন শীর্ষক প্রকল্পটির কার্যক্রমের অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর রবিবার নেত্রকোণা জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার এবং প্রকল্প সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের পরিচালকবৃন্দের সমন্বয়ে জেলা পর্যায়ে সমন্বয় সভা আয়োজন করেছে।

সিরাক-বাংলাদেশ “ Access to SRHR for Young Women/নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন” প্রকল্পটির অধীনে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে নেত্রকোণা সদর উপজেলায় সরকারি ও বেসরকারি ০৮ টি স্বাস্থ্যকেন্দ্রে এবং বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সুবিধাবঞ্চিত কিশোরী ও নারীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে কমিউনিটি ক্যাম্পেইন,মোবাইল অ্যাপ্লিকেশন, কেন্দ্রসমূহের সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং বেসরকারি হাসপাতালগুলোতে ১০% বেড এবং চিকিৎসা সেবা সুবিধাবঞ্চিত অসহায় রোগীদের জন্য বিনামূল্যে সেবা প্রদান নিশ্চিতকরণে সচেতনতা তৈরী ও সকলের মধ্যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা তৈরীকরণ কার্যক্রম পরিচালনা করছে।

এই সভায়, সিরাক-বাংলাদেশ এর উপ-পরিচালক (প্রোগ্রাম), মো: সেলিম মিয়া- এর সঞ্চালনায় ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নেত্রকোণা এর উপ-পরিচালক, মনিরুজ্জামান খান , এর সভাপতিত্বে জেলা পর্যায়ে সমন্বয় সভার শুরু হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কার্যালয়, সদর, নেত্রকোণা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তানিয়া তাব্বাসুম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নেত্রকোণা, সহকারী পরিচালক (সিসি), ডা: মো: ফিরোজ খান পাঠান, নেত্রকোণা মেডিকেল কলেজ, সহযোগী অধ্যাপক, ডা: জীবন কৃষ্ণ সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সদর, নেত্রকোণা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোহাম্মদ শহীদুল ইসলাম খান, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর, নেত্রকোণা, মেডিকেল অফিসার (ক্লিনিক), ডাক্তার পাপিয়া মজুমদার, প্রজেক্ট ম্যানেজার, নগর মাতৃসদন স্বাস্থকেন্দ্র সদর, নেত্রকোণা, মঈনউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এলাহি নেওয়াজ ওসমানী প্রাঃ হাঃ, মেডিক্যাল এসিস্টেন্ট, আবির হোসেন, সিটি ডায়গোনস্টিক সেঃ প্রঃ হাঃ, চেয়ারম্যান, রাজিব সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের ভলান্টিয়ার, পারুল আক্তার, মো. মোদ্দাছির, আক্তার, সিরাক-বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার, সংগীতা সরকার, প্রোগ্রাম এসোসিয়েট, শাপলা আক্তার, প্রোগ্রাম এসোসিয়েট, রবিন মিয়া, ফাইনান্স এন্ড এডমিন এ্যাসোসিয়েট, মোরশেল মিয়া।

জেলা পর্যায়ে মতবিনিময় সভায় প্রকল্পের কার্যক্রম পরিচালনায় সমন্বিত পদক্ষেপসমূহ, বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ এর সংশোধনী অনুযায়ী, বেসরকারি হাসপাতালগুলোতে ১০% বেড এবং চিকিৎসা সেবা সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে সেবা প্রদানের উদ্যোগ নিশ্চিতকরণে করণীয় নির্ধারণ এবং স্বাস্থ্যকেন্দ্র থেকে সংগৃহিত তথ্যের স্বচ্ছতা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যেগ বিষয়ে আলোচনা করা হয়।