কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ার উপজেলায় দু'দফায় দু'পক্ষের সংঘর্ষে আহত ১৯ জন।
রোববার (২৯ সেপ্টেম্বর) উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা ও পেরী গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয় । জানা যায়, চোরাই গরু নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয় ।
এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয় । এর মধ্যে চেংজানা গ্রামের সোহেল (২৭), পিপুল (২৩), রাইসুল ইসলাম (৩৫), হৃদয় (২৩) ও মিলন (২৮) নামে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ । এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সংঘর্ষে আহত হয় ৪জন ।
পরে খবর পেয়ে পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা যায় স্থানীয় সূত্রে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে উল্লেখযোগ্য কোন তথ্য জানা যায় নি ।