বারহাট্টা সংবাদদাতা : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিদ্যুতের খুঁটি আগের জায়গায় রেখেই চলছে রাস্তা সংস্কারের কাজ। সাধারণ মানুষ বাঁধা দিয়েও হচ্ছে না কোন লাভ। সড়ক ও জনপথ এর কর্মকর্তারা বলছে পল্লী বিদ্যুৎ সমিতি খুব শিগগিরই খুঁটি সরিয়ে দেবে। কিন্তু পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজার এই ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গোপালপুর বাজারের মেইন রোডে প্রতিটি বিদ্যুতের এর খুঁটি রাস্তার মাঝখানে রেখেই ঢালাইয়ের কাজ সম্পন্ন করে ফেলেছে। এতে করে রাস্তাটি বাহ্যিক ভাবে বড় হলেও সংকীর্ণই রয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় রাস্তার কিনারাটি ইটের বেষ্টনীর মধ্যে পড়ায় রাস্তাটি দূর্বল হচ্ছে। অভিজ্ঞরা জানিয়েছে খুঁটি বেষ্টনী জায়গাটি দ্রুত সময়ের মধ্যেই ভেঙে যাবে।
বারহাট্টা বাজারের ঔষধ ব্যবসায়ী মোঃ জায়েদ বলেন, এই রাস্তায় সারাবছর যানজট লেগে থাকে। খুঁটি রেখে রাস্তা বড় করলে কি লাভ হবে? এভাবে কাজ শেষ করলে যানজট থাকবেই, উল্টো দূর্ঘটনার হার বৃদ্ধি পাবে।
গোপালপুর বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী ফারুক খান বলেন, এটি দেখার কেউ নেই। বিদ্যুতের খুঁটি রেখে কাজ করলে কি লাভ হবে? যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যাবে। গত বছর পূর্ব বাজারের রাস্তার কাজটি খুঁটিগুলো সরিয়ে করা হয়েছে। এখন খুঁটি গুলো কেন সরানো হচ্ছে তা বুঝতে পারছি না।
কেউ কেউ বলছে, বিগত সরকারের আমলে অনেক জায়গার মালিক নিজেদের ক্ষমতা বলে খুঁটি সরাতে বাঁধা প্রয়োগ করতো, এখন-তো আর এমন সুযোগ নেই। এখন দেশে আইন আছে। খুটি গুলো সরিয়ে রাস্তাটির কাজ সম্পন্ন করলে বারহাট্টা বাসী যানজট মুক্ত ভাবে চলতে পারতো।
ঠিকাদার প্রতিষ্ঠান ওটিবিএল এর স্বত্বাধিকারী আলিমুদ্দিন বলেন, বিদ্যুৎ এর খুঁটিগুলো সরানোর জন্য তিন বার পল্লী বিদ্যুৎ এর লোকজন এসে দেখে গেছে। খুঁটি সরিয়ে কোথায় স্থাপন করা হবে সেই জায়গাও দেখিয়ে দেয়া হয়েছে।
রাস্তার মাঝে খুটি রেখে সংস্কারের কাজ কেন করছেন জিজ্ঞেস করলে, নেত্রকোনা সড়ক ও জনপথ এর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র বলেন, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ বার ওই জায়গা ভিজিট করেছে। তারা বলেছে, যে যে খুঁটি গুলো সরানোর মত সেগুলো সরিয়ে দেবে।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাসুম আহমেদ সাংবাদিকদের বলেন, আমার ৭৫০ জন কর্মচারী। কে কোথায় গিয়ে কি বলেছে তা আমার জানা নেই, আগে জানতে হবে। আপনি লিখিত অভিযোগ দেন পরে দেখবো।
তিনি আরও বলেন রোডস এন্ড হাইওয়ে আমাদের জায়গা দেখিয়ে দিক, আমরা সেখানে খুঁটি স্থানান্তরিত করবো।