শফিউল আলম লাভলু : ভারতে পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিতিশরানে কর্তৃক শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে অবমাননার প্রতিবাদে ও বিচারের দাবীতে শেরপুরের নকলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নকলা উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টাড মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে উলামা ঐক্য পরিষদের সহসভাপতি হযরত মাওলানা মুফতি ওয়ালী উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নকলা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি আব্দুল জলিলসহ হযরত মাওলানা মুফতি আনসারউল্লাহ, হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল কাসেমী, হযরত মাওলানা মুফতি মনির আহমেদ, হযরত মাওলানা মুফতি শামছুল হক জিহাদী, হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান, হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম, কায়দা দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা ওয়ালী উল্লাহ, মমিনাকান্দা আল আমিন দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা মোহাম্মদ হযরত আলী প্রমুখ।

বক্তরা শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শস্তির দাবী করার পাশাপাশি তীব্র নিন্দা জ্ঞাপন করেন।