স্টাফ রিপোর্টার : যুক্তি ও আবেগের সমন্বিত অনুভবই এগিয়ে যাক নতুন প্রজন্ম স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর এডভোকেট মাহমুদ আল নূর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত বিভাগীয় বিতর্ক উৎসবে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুল মোক্তাদের, জেলা প্রশাসক মো. মুফিদুল আলম, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ।

বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বে মডারেটর হিসেবে বিতর্ক পরিচালনা করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক বিতার্কিক ও ময়মনসিংহ ডিবেটিং সোসাইটির চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।

'রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের জন্য সুনাগরিকের ভূমিকাই মুখ্য' প্রস্তাবে অনুষ্ঠিত বিভাগীয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ জিলা স্কুল এবং বিজিত দল আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা। ময়মনসিংহ জিলা স্কুলের দলনেতা খন্দকার ফারহান ইশরাক শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে।

বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারি কমিশনার আসমা বিনতে রফিক, টেলিভিশন বিতার্কিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুমন হাসান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেট সংঘের সাধারণ সম্পাদক সানজিদা হায়দার। বিতর্ক অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র সহকারি কমিশনার মো. আরিফুল ইসলাম এবং বিতর্কসহ বিভাগীয় অনুষ্ঠানমালার বিভিন্ন ইভেন্ট উপস্থাপনায় ছিলেন বিতার্কিক ও বিতর্ক সংগঠক মোহাম্মদ নাহিদ মণ্ডল।

অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের উরধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও বিভাগীয় পরিসরের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী এবং গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।