কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক ইসলাম ধর্ম এবং রাসুল্লাহ সাঃ এঁর অবমাননার বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) কেন্দুয়া ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হয়ে বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া পুরাতন বাস স্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ইসলাম ধর্ম এবং রাসুল্লাহ সাঃ এঁর অবমাননার প্রতিবাদে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
এতে অংশগ্রহণ করেন, কেন্দুয়া ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কিরণ হোসাইন, উপদেষ্টা আবদুল্লাহ আল হুমায়ূন, কেন্দুয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী দিলসাদ নাসিম প্লাবন, আরমানুল হক সিয়াম, কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, মোঃ জাহাঙ্গীর ভূঞা, মোঃ শামীম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য চলতি মাসের প্রথম সপ্তাহে এক ধর্মীয় সভায় ইসলাম ধর্ম এবং রাসুল্লাহ সাঃ এঁর সম্পর্কে বিতর্কিত পুরোহিত অবমাননাকর মন্তব্য করে বলে জানা যায় বিভিন্ন সূত্রে।