সাগর তালুকদার: শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’-প্রতিপাদ্য নিয়ে তারাকান্দা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে সকাল ১২ টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা।

সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ফাহমিদা সুলতানা, কৃষি অফিসার অরুণিমা কাঞ্চি শাওন সুপ্রভা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সুলতানা বেগম আকন্দ, একাডেমি সুপারভাইজার সুধন কুমার প্রমুখ।