স্টাফ রিপোর্টার : বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজ এর ৩৫তম মৃত্যুবার্ষিকী গভীরশ্রদ্ধা জ্ঞাপন করেন সদস্যবৃন্দরা।
সোমবার নগরীর কার্যালয় গঙ্গাদাস গুহ রোডে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ময়মনসিংহ বিভাগীয় জেলা শাখা। সমিতির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ শাহীনূর ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিভাগীয় সভাপতি মোঃ রাশিদুল ইসলাম রাশেদ, সহসভাপতি আব্দুল হক,বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সহসভাপতি নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম খান সোহেল ও সাইফুল ইসলাম সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও সাখাওয়াত হোসেন শাহীন,মহিলা সম্পাদিকা রুনা আক্তারসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এতে দোয়ায় অংশ গ্রহন করেন। আজকের এই দিনে সারা বাংলার গণকর্মচারীরা শ্রদ্ধার সাথে স্মরণ করে।