সাগর তালুকদার : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সদর ইউনিয়ন পরিষদে সকল কক্ষে তালা ঝুলন্ত। পরিষদের কার্যক্রম চারদিন ধরে বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছে ইউনিয়নের জনসাধারণ।
গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পরে ইউপি চেয়ারম্যান খাদিমুল আলম শিশির বিরুদ্ধে ৯জন ইউপি সদস্য অনাস্থা এনে অভিযোগ দায়ের করে। অভিযোগের বিষয়টি তদন্ত চলমান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই দফায় দফায় ইউনিয়ন পরিষদ ভাঙচুর অগ্নিসংযোগ সহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতা চলে এসেছে।
এ বিষয়ে চেয়ারম্যান জানান, বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবগত করলেও কোন কর্ণপাত বা আমলে নিচ্ছেন না।
প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও এর কোন প্রতিকার পাচ্ছেন না। পরিষদে হামলা লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের অবস্থানের কারণে পরিষদের কার্যক্রম চালাতে ব্যাহত হচ্ছে। ইউনিয়ন পরিষদে সকল কক্ষে তালা দেওয়া হয়েছে। এতে জন্ম নিবন্ধন ট্রেড লাইসেন্সসহ ইউনিয়ন পরিষদের জনস্বার্থে সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ওই ঘটনাকে কেন্দ্র করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান ইউনিয়ন পরিষদ সরেজমিন পরিদর্শন করলেও কোন কক্ষের তালা খুলে দিতে পারেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, বিষয়টি খতিয়ে দেখবো।
জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, বিষয়টি আপনার মাধ্যমে অবগত হয়েছি, তবে সরকারী অফিসের কক্ষে তালা দিতে পারে না, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পদক্ষেপ না নেওয়াতে গোটা উপজেলায় নেতিবাচক আলোচনা চলছে ও প্রশ্নবিদ্ধ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।