দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ২৪০ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার আটক করেছে ছাত্র জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনা সদস্যরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরে সাধুপাড়া এলাকা থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সীমান্ত এলাকা থেকে দ্রুতগতির একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৭-৫১১৯) স্থানীয় একজনকে ধাক্কা দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া করলে অবস্থা বেগতিক দেখে সড়কের উপর প্রাইভেটকার রেখেই গাড়ির ভিতরে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।

পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে একটি ব্যাগে, দুটি পাটের বস্তা ও পিছনের বক্স থেকে পেপারের মোড়ানো বিভিন্ন ব্র্যান্ডের ২৪০ বোতল ভারতীয় মদ জব্দ করে। এর মধ্যে আইএস ভটকা ২৪টি, রয়েল স্টিক ৬০টি, ব্লেন্ডার ৭৪টি, সিগনেচার ৩৬টি সহ ওল্ড মং ৪৬ বোতল জব্দ করা হয়।

দুর্গাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, জব্দকৃত মদ ও প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত গাড়ির সূত্র ধরে মালিক ও চালককে খুঁজে বের করা হবে। এছাড়াও একটি মাদক মামলা রুজু করা হবে। মাদক নিয়ে কাউকে ছাড় দেয়া হবেনা।