তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায়,প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ গ্রেডে উন্নীতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রুহুল আমিন,ফজলুল হক,আব্দুস সোবহান,সহকারী শিক্ষক আহসান হাবীব, মোঃ শহীদুল্লাহ,শফিকুল ইসলাম শামীম,রেজাউল আলম,এহসানুল হক,হানিফ রুবেল,মিশু আক্তার,জেসমিন ও শামীমা আক্তার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,বালিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুল হক। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা কাছে শিক্ষকরা স্মারকলিপি পেশ করেন।

জানা গেছে,বাংলাদেশ প্রাথমিক শিক্ষাক সমিতি (তোতা-গাজী) তারাকান্দা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।