ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বুধবার বিকালে উপজেলার সামনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে ১০ম গ্রেড বাস্তবায়ন সহ শিক্ষকদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাছুদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম, এস এম রমজান আলী সহ আরো অনেকেই।

এ সময় বক্তারা বলেন বৈষম্য বজায় রেখে শিক্ষকরা চলতে পারে না। ১০ম গ্রেড আমাদের দাবি না, আমাদের অধিকার। একজন শিক্ষক বর্তমান বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় যে বেতন পায় তা দিয়ে সংসার চালানো দুস্কর হয়ে পড়ে । অনেক শিক্ষক সুদের টাকা ব্যাংক বা ব্যাক্তিদের নিকট থেকে গ্রহণ করে সংসার চালায় তা নিরসনে জীবন জীবিকার কারণে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহব্বান রাখেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আরম রাসেলের নিকট দাবি তুলে ধরে স্মারকলিপি প্রদন করা হয়। উপজেলার ১০১টি সরকরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।