নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক চালক ও একজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। এছাড়া সাতজন ইজিবাইক যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুর ১ ঘটিকার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ডাংরী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আকলিমা আক্তার (৩০) নামে এক মহিলা যাত্রী আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

জানাগেছে, ময়মনসিংহ থেকে আসা ভৈরবগামী শ্যামল ছায়া বাসের সাথে নান্দাইলগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক ফিরোজ মিয়া (৫৮) ও ইজিবাইকের যাত্রী বাদল মিয়া (৩৫) ঘটনা¯লে নিহত হয়।

এছাড়া ইজিবাইকের যাত্রী অত্র উপজেলার ধরগাঁও গ্রামের জসিম উদ্দিনের পুত্র অভি (১০), আনোয়ারের স্ত্রী পলি আক্তার (৩০), জামতলা গ্রামের হারিছ উদ্দিনের কন্যা আকলিমা (৩০) ও হোসেনপুর উপজেলার হোসেনপুর গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র মফিজ উদ্দিন (৬৫) সহ অজ্ঞাত আরো ৩ জন আহত হয়।

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।