মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোণার মোহনগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাসা ভাংচুর ও লুটপাটের ঘটনা মামলায় আসামী মোঃ শফিকুল ইসলাম হাবি (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
মোহনগঞ্জ থানা পুলিশ কয়রাপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে বুধবার দুপুরে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, উক্ত মামলায় একজন আসামী গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীরা পলাতক রয়েছে। আসামী পেলেই গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে।