নান্দাইল প্রতিনিধি :

কাঙ্খিত বৈষম্যহীন বাংলাদেশ ও কন্যাশিশুদের অধিকার বিষয়ে টক- শো অনুষ্ঠিত। 

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বুধবার (২ অক্টাবর) ময়মনসিংহের নান্দাইল সমূর্ত্ত জাহান মহিলা কলেজে টক শো অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসী ফোরামের আয়োজনে কলেজ মিলনায়তনে এ টক শো অনুষ্ঠিত হয়। 

কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম নান্দাইল উপজেলা শাখার সদস্য সচিব অরবিন্দ পাল অখিলের সঞ্চালনায় টক শো তে অংশ নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  জ্যোতীষ চন্দ্র সাহা রায়, অধ্যাপক আবুল হোসেন,অধ্যাপক মেহেরুন্নেছা, অধ্যাপক আব্দুল কাইয়ূম, অধ্যাপক নাজমা বেগম।

কলেজ শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচকরা কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার, আইনি সহায়তা ও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য রোধে সোচ্চার হওয়ার তাগিদ দেন।