স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদোয়ার হোসেন সাগর হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সদস্য মাহাবুবুর রহমানকে (৫৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতার মাহাবুবুর রহমান জেলা মটর মালিক সমিতির মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ন-সম্পাদক।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় ময়মনসিংহ র‌্যাব-১৪'র কোম্পানী কমান্ডার ও অরিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, ওই ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন (২৪)। ওই ঘটনায় গত ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

ময়মনসিংহ কেতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় মাহাবুবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।