মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জের বিএনপির নেতৃবৃন্দের সাথে শারদীয়া দুর্গাপূজা উদযাপন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মোহনগঞ্জ সাধারণ পাঠাগার সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিহির গোস্বামীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দোহার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মানিক চন্দ্র তালুকদার।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব জীবন তালুকদার, হিন্দু -বৌদ্ধ- খৃষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের মোহনগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রিপন চন্দ্র সাহা, সাবেক সাধারন সম্পাদক সুদীপ্ত রায় রনি প্রমূখ।