বারহাট্টা সংবাদদাতা : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৬০ বছরের এক মৎস্য চাষীর বজ্রপাতে মৃত্যু হয়েছে। চাষীর নাম মোঃ সেলিম সিদ্দিকী( ৬০) তিনি উপজেলার দক্ষিণ ডেমুরা গ্রামের মৃত মাকসু সিদ্দিকীর ছেলে।
বজ্রপাতে মৃত্যুর ঘটনাটির সত্যতা বারহাট্টা থানার ওসি কামরুল হাসান নিশ্চিত করেছে।
ঘটনাটি ১১ অক্টোবর শুক্রবার সন্ধা ৬ ঘটিকায় ডেমুরা বিল থেকে বাড়িতে আসার সময় ঘটেছে। সেলিম সিদ্দিকী এই সময় নিজেদের বিল পাহারা দিচ্ছিল। এমন সময় ব্যাপক বজ্রপাত শুরু হয়। বজ্রপাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিয়ে রাস্তায় উঠার সময় সেখানেই পড়ে থাকে।
পরে দ্রুত তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ সন্ধা ৬.৩০ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করে।
ডেমুরা বিলের একজন শেয়ার হোল্ডার ওমর ফারুক বলেন, নিহত ব্যক্তি আমার দাদা হয়। উনার সাথে আমরা কয়েকজন লিজে বিল রেখে শেয়ারে ব্যবসা করি। আজ রাতে পাহাড়ার দায়িত্ব ছিল তার। বিলের পাড়ে ছোট একটা ঘর ছিল। বজ্রপাত এতো পরিমাণে হচ্ছিল যে তিনি ভয়ে বাড়িতে আসতে চেয়েছিলেন। কিন্তু তার আর আসা হলো না। এমন বজ্রপাত পড়েছে যে পড়নে থাকা পোশাকটি পুড়ে ছারখার হয়ে গেছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, ঘটনাটি সত্য। লাশের সুরতহাল সহ যাবতীয় আইনী প্রক্রিয়া করা হয়েছে। কিন্তু তাদের কোন অভিযোগ না থাকায়, বিনা ময়নাতদন্তে আইনী প্রক্রিয়া পালন করে লাশ তাদের হাতে হস্তান্তর করা হয়েছে।