ডেস্ক রিপোর্ট : হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামা বা কালী পূজা। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পূজা হয়ে থাকে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ময়মনসিহ বিভাগে আনুষ্ঠানিকভাবে ১৫৮১ মণ্ডপে কালী পূজা পার্বণের কার্যক্রম শুরু হয়।
পুরাণ মতে, দেবী দুর্গার একটি শক্তি কালী। কালী পূজা হলো শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। ভক্তদের কাছে কালী দেবী শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামেও পরিচিত।
কালী পূজার দিন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করতে সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করেন। একে দীপাবলি বলা হয়। কালীপূজাতেও গৃহে বা মণ্ডপে প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামসহ শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ময়মনসিংহ মহানগরে ৯২টি, ময়মনসিংহ জেলায় ৫১২টি, কিশোরগঞ্জ জেলায় ২৬২টি, নেত্রকোণা জেলায় ৪৬৫টি এবং শেরপুর জেলায় ২৫০টিসহ মোট ১৫৮১টি মণ্ডপে কালী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।