ফুলবাড়িয়া প্রতিনিধি : ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণ আন্দোলনে শহীদ ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ স্মরণে শোক সভা এবং দোয়া অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ফুলবাড়িয়া কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার। এ সময় সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, বিদ্যুৎসাহী সদস্য আশিকুল হক আশিক, প্রভাষক আজহারুল ইসলাম, নুরুল হুদা, মো. রুহুল আমিন, মো. আ: মতিন, ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ২৭ নভেম্বর ২০১৬ সালে ফুলবাড়ীয়া কলেজের অধ্যাপক মো: আবুল কালাম আজাদ, পথচারী ছফর আলী মারা যান। চার আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনে ফুলবাড়ীয়া কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির মেধাবী শিক্ষার্থী রিদওয়ান হোসাইন সাগর শহীদ হন। শুধু তাই-নয় বেসরকারি পর্যায়ে ময়মনসিংহের সর্ববৃহৎ প্রতিষ্ঠান ফুলবাড়িয়া কলেজ, সকল শর্তপূরণ সত্বেও চূড়ান্ত পর্যায়ে মুখ থবড়ে পড়ে, ক্ষমতার অপব্যবহার করে যারা ষড়যন্ত্র করেছে তাঁদের বিচারসহ ফুলবাড়িয়া কলেজকে সরকারিকরণের দাবী জানান।