গৌরীপুর প্রতিনিধি : ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (হাইব্রিড) জাতের বীজ ধান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মোঃ শাকিল আহমেদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ৩৬০০ কৃষকের মাঝে এসব বীজ ধান বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলির সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা খবিরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুর রহমান, রাকিবুল হাসান, গৌরীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।