নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, ফুলপুর থানার হত্যা মামলার এজাহার নামীয় আসামি শহীদ মিয়া (৩৪) ও তার স্ত্রী রাশিদা খাতুনকে ঢাকার সাভার এলাকা হতে এবং ৬ বোতল ভারতীয় মদসহ মাদক মামলার আসামি আলমগীর হোসেনকে ফুলপুর পৌরসভার কুইড়ার ব্রিজ এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামি শহীদ ফুলপুর উপজেলার শ্যামপুর গ্রামের আবু সিদ্দিকের পুত্র ও রাশিদা একই গ্রামের আলাল মিয়ার মেয়ে ও শহীদের স্ত্রী। আর মাদক মামলার আসামি আলমগীর গাজীপুরের শ্রীপুর উপজেলার নিহালিয়া পশ্চিম পাড়া গ্রামের জালাল উদ্দিন ও পারভীন আক্তারের পুত্র।
তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।